বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০২০

অগ্নিদগ্ধ সাততলা বস্তিবাসীর পাশে দাঁড়ান


মারিয়া অনি

 

 

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে বহুঘর ও বস্তিবাসীর স্বপ্নের আবাসস্থল। ২৩ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইনিটের প্রচেষ্টায় রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে নিঃস্ব হয়ে গেছে অসংখ্য বস্তিবাসী। আগুন নিভে গেলেও তার সঙ্গে সঙ্গে নিভে যায় তাদের অধরা সুখ-স্বপ্ন।

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে কাশেম আলীর বসতবাড়ি ও মুদি দোকান পুড়েছে। মহাখালীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফাইভের ছাত্রী ফারিয়া। আগুন লাগায় নিজের পরিবারের সঙ্গে বের হয়ে যাওয়ায় নিজের পড়ার বইগুলো সঙ্গে নিতে পারেনি। ফলে পুড়ে যায় তার শিক্ষার প্রদীপটিও। পুড়ে যায় নববধূ গীতা রানীর বিয়ের বেনারসি। রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলিয়ে যায় তাদের জীবনের আশার শেষ আলোটুকুও। সকালে সূর্য ওঠার পর দেখা যায় বসতবাড়ি ও আশপাশের দোকানপাট কোনো কিছুর অস্তিত্ব নেই। করোনাকালীন এমন একটা সংকটময় সময়ে এই অগ্নিকাণ্ড যেন অসহায় বস্তিবাসীদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। তাই তাদের পাশে দাঁড়ানো সুধী সমাজ তথা সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।

সাততলা বস্তিটির ওই অংশের প্রায় ৬০ থেকে ৭০টি দোকান পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা দেখে বস্তিবাসীরা এদিক-ওদিক ছুটাছুটি করেও কিছু করতে পারেনি। কারণ আগুন নেভানোর কোনো ব্যবস্থা বস্তিতে ছিল না। এই বিষয়টি সত্যিই আমাদের জন্য অনেক বেশি দুঃখজনক। আগুন লাগার প্রকৃত কারণও জানা যায়নি। তবে আগুন লাগার কারণ উদ্ঘাটনে আমাদের অনেক বেশি সোচ্চার হতে হবে। কেন প্রতি বছর আমাদের দেশে নিমতলি, চকবাজার ট্র্যাজেডির মতো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শীতকাল তথা এই সময়টাতে প্রায়ই এমন দুর্ঘটনাগুলো বেশি ঘটতে দেখা যায়। বিশেষ করে বস্তিগুলোতে ঘনবসতি আর অসচেতনতার কারণে এমন ঘটনা বেশি ঘটে থাকে। এই বিষয়ে এখন সময়ের দাবি হচ্ছে সরকারের কঠোর হস্তক্ষেপ ও পদক্ষেপ গ্রহণ করা। এসব ঘনবসতিপূর্ণ এলাকার বস্তিবাসীদের নিরাপদ আবাসন তথা জীবিকার ব্যবস্থা সরকারকেই করতে হবে।

 

লেখক : শিক্ষার্থী, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

mariaaoni966@gmail.com


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১