বাংলাদেশের খবর

আপডেট : ১৬ November ২০২০

ঘুমন্ত মায়ের কোল থেকে ১৭ দিন বয়সী শিশু চুরি!


বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের কোল থেকে সানজিদা নামের ১৭ দিনের এক শিশুকে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে মোরেলগঞ্জের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশু সানজিদার মা শান্তা আক্তার বলেন, রোববার রাত ১১টার দিকে মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে জেগে দেখি মেয়েটি পাশে নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. মনিরুল ইসলাম জানান, রাত ১টা থেকে ২টার ভেতর এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পুলিশের একধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১