আপডেট : ১৪ November ২০২০
সাতক্ষীরার তালা উপজেলায় ঢাকাগামী আরএম পরিবহনের চাঁপায় মাহাবুব রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের কোহিনুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী পারভেজ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মদনপুর বাজারের পাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঢাকাগামী আরএম পরিবহন ও পাটকেলঘাটাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহাবুব পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, দুর্ঘটনার পরপরই আরএম পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১১-১১৪৬) চালক পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহসহ তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং ঘাতক পরিবহনটি জব্দ করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১