বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০২০

সাতক্ষীরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


সাতক্ষীরার তালা উপজেলায় ঢাকাগামী আরএম পরিবহনের চাঁপায় মাহাবুব রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের কোহিনুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী পারভেজ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মদনপুর বাজারের পাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঢাকাগামী আরএম পরিবহন ও পাটকেলঘাটাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহাবুব পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, দুর্ঘটনার পরপরই আরএম পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১১-১১৪৬) চালক পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহসহ তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং ঘাতক পরিবহনটি জব্দ করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১