বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০২০

‘আমি দর্শকের কাছে কৃতজ্ঞ’


নাদিয়া আহমেদ। ছোট পর্দার এ সময়ের ব্যস্ত অভিনেত্রী। একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও তাকে নিয়মিত পাওয়া যায়। নৃত্যশিল্পী হিসেবেও তার সুখ্যাতি রয়েছে।

বর্তমান ব্যস্ততা সম্পর্কে নাদিয়া বলেন, ‘বর্তমানে ব্যস্ত আছি বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক “সুখ পাখি”র শুটিং নিয়ে। গতকাল থেকে শুরু হয়েছে মশিউর রহমান পরিচালিত একক নাটক “সরল রেখা”র কাজ। এটি রচনা করেছেন শফিকুল রহমান শান্তুনু। সরল রেখা নাটকে আমার সহশিল্পী হিসেবে মীর সাব্বির। এ ছাড়া আরো কিছু কাজ শুরু হওয়ার অপেক্ষায় আছে।

নতুন কাজ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘নতুন ধারাবাহিক নাটক সুখ পাখির গল্পটা আমার ভালো লেগেছে। এ নাটকে আমার চরিত্রটিও বেশ ভালো। অভিনয় করার একটা জায়গা রয়েছে। তা ছাড়া পরিচালকও কাজটি বেশ যত্ন নিয়ে করছেন। সে জন্যই মূলত নাটকটিতে কাজ করতে রাজি হয়েছি। অন্যদিকে মশিউর ভাই দীর্ঘদিন ধরেই ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। সরল রেখা তার প্রথম নাটক। যে কারণে আমি ও সাব্বির ভাই তাকে আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি, যাতে নাটকটি দেখে দর্শক তৃপ্তি পায়। আর শান্তুনুর লেখার মধ্যেও আলাদা একটি আবেদন রয়েছে। দর্শক ওর লেখা পছন্দ করেন।

নাদিয়া অভিনীত ‘ফরেন ভিলেজ’ প্রচারিত হচ্ছে বাংলাভিশনে। এ ছাড়া নাগরিক টিভিতে সোহাগ কাজীর ‘বউ বিরোধ’, অনিরুদ্ধ রাসেলের ‘চাঁদের হাঁট’, বাংলাভিশনে শাহীনের ‘একটি গ্রাম একটি শহর’ ও নতুন নাটক ‘মধুপুর’-এর কাজ করেছেন নাদিয়া। এসব নাটকের মধ্যে কয়েকটি প্রচার শুরু হয়েছে। এক কথায়, কখনো ধারাবাহিকে কখনো খণ্ড নাটকে অভিনয় করছেন এ তারকা।  নাদিয়া দর্শকদের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, ‘ধারাবাহিক, খণ্ড-দুই মাধ্যমেই দর্শক আমাকে দীর্ঘদিন ধরে ভালোবাসা দিয়ে আসছেন। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ।’

মীর সাব্বিরের নির্দেশনায় নতুন একটি তথ্যচিত্রে কাজ করবেন নাদিয়া। যেহেতু নাদিয়া একজন নৃত্যশিল্পী সেহেতু অভিনয়ের পাশাপাশি এখনো কোনো নাচের অনুষ্ঠানের প্রস্তাব পেলে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। নাদিয়া বলেন, ‘আমি কখনোই চাই না অভিনয়ের জন্য আমার নাচ দর্শকের কাছে আড়ালে থাকুক।’ এর বাইরে নাদিয়া বর্তমানে একজন নেত্রীও। ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের একজন নির্বাচিত প্রতিনিধি। শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েই শিল্পীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১