বাংলাদেশের খবর

আপডেট : ০৫ November ২০২০

কুমিল্লায় ধুঁকছে মডেল মসজিদ প্রকল্প


দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করতে সরকার যে বিশাল প্রকল্প হাতে নিয়েছে, কুমিল্লায় সেই প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। প্রায় ২৩৭ কোটি টাকা ব্যয়ে জেলার ১৭টি উপজেলায় মোট ১৮টি মডেল মসজিদের নির্মাণকাজ ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও অনেক পিছিয়ে আছে সেই কাজ। এমনকী কবে নাগাদ কুমিল্লার এই ১৮টি মডেল মসজিদের কাজ শেষ হবে, তা পরিষ্কার করে বলতে পারছে না দায়িত্বপ্রাপ্ত ইসলামিক ফাউন্ডেশন কিংবা গণপূর্ত বিভাগ।

জানা গেছে, ২০১৭ সালের গৃহীত সরকারি প্রকল্পের অংশ হিসেবে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ হওয়ার কথা। এরমধ্যে কুমিল্লা জেলাতেই হওয়ার কথা ১৮টি। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, দাউদকান্দি উপজেলার মডেল মসজিদ ছাড়া আর কোনোটির তেমন কোনো অগ্রগতি নেই। লালমাই, বরুড়া, মনোহরগঞ্জ, হোমনা, তিতাস, মেঘনা ও মুরাদনগরে এখনো মডেল মসজিদ নির্মাণের জমি নির্ধারণই হয়নি। এসব উপজেলায় কোথাও সরকারি জমি, কোথাও দান কিংবা অধিগ্রহণের জন্য চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া চান্দিনায় দোতলা ছাদ ঢালাই, বুড়িচংয়ে গ্রেটর বিম ঢালাই হচ্ছে। লাকসাম ও দেবিদ্বারে জমি অধিগ্রহণ হয়েছে। সদর দক্ষিণে মাত্র জমি পাওয়া গেছে। ব্রাহ্মণপাড়ায় দোতলার কাজ চলছে। কুমিল্লা সদর ও সিটি করপোরেশনে মডেল মসজিদের কাজ চলছে। নাঙ্গলকোটে গ্রেট বিমের কাজ শুরু হয়েছে আর চৌদ্দগ্রামে টেন্ডার হলেও জমি মেলেনি।

মডেল মসজিদের অবকাঠামো নির্মাণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার জানান, মডেল মসজিদ নির্মাণে মূল প্রতিবন্ধকতা জমি। এছাড়া বাজেটেও আরো বেশি বরাদ্দ প্রয়োজন।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সরকার সারোয়ার আলম বলেন, সবগুলো মসজিদই একই ডিজাইনে তৈরি হবে। পূর্ব-পশ্চিমে ১৭০ ফুট এবং উত্তর-দক্ষিণে ১২০ ফুট জায়গা নিয়ে কমপক্ষে ৪৩ শতাংশ করে জায়গা প্রয়োজন। আমরা চেষ্টা করছি, খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করতে। মূলত জমি সংক্রান্ত জটিলতার কারণেই পিছিয়ে রয়েছি।

জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন করতে এবং কেউ দান করলে এবং সেটি নিয়ে কোনো জটিলতা থাকলে সেগুলোও দ্রুত শেষ করতে। কুমিল্লায় মডেল মসজিদ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে আমরা সচেষ্ট আছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১