আপডেট : ০৩ November ২০২০
পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্রে এবার নিবন্ধিত ভোটার প্রায় ১৫ কোটি ৩০ লাখ। এরমধ্যে অর্ধেকের বেশি আগাম ভোট দিয়েছেন। মার্কিন একাধিক গণমাধ্যমের জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ২০১৬ সালের মতো জরিপকে ভূল প্রমাণ করে দ্বিতীয় দফা ক্ষমতায় যাওয়ার আশা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রেওয়াজ অনুযায়ী নির্বাচনী বছরে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয় যুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনকে ঘিরে নজর থাকে গোটা বিশ্বের। স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। এরপরই জানা যাবে কে হচ্ছেন হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া বেশ জটিল। ভোটাররা সরাসরি স্টেট বা টেরিটোরিতে নির্দিষ্ট সংখ্যক ডেলিগেট নির্বাচন করেন যা ইলেক্টোরাল কলেজ নামে পরিচিত। নির্বাচিত ইলেক্টররাই বেছে নেন নতুন প্রেসিডেন্ট। ইলেক্টোরাল কলেজের সংখ্যা ৫৩৮টি। নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন ২৭০টি। একজন প্রার্থী কোনো একটি রাজ্যে বিজয়ী হলে ওই রাজ্যের সব ইলেক্টোরাল কলেজ যাবে তার দখলে। মার্কিন একাধিক গণমাধ্যমের জরিপে, এবারের নির্বাচনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জরিপে ৫২ দশমিক ২ শতাংশ জনসমর্থন পেতে পারেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট। তবে ২০১৬ সালের মতো সব জরিপকে ভুল প্রমাণিত করে জয়ের আশা করছে ক্ষমতাসীন রিপাবলিকান শিবির। আর বিশ্লেষকরা বলছেন, দোদুল্যমান রাজ্যগুলোর ভোটাররা ফলাফল নির্ধারণ করবেন। প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট, ১৩ গভর্নর, ৩৫ সিনেটর ও প্রতিনিধি পরিষদের ৪৩৫ কংগ্রেসম্যান পদে নির্বাচন হবে এদিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১