বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০২০

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে প্রায় ৫ লাখ করোনা শনাক্ত


যুক্তরাষ্ট্রে মঙ্গলবার নতুন করে ৬৬ হাজার ৭৮৪ জন সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে দেশটিতে গত সাতদিনে প্রায় পাঁচ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ৪৭৭ জন মারা গেছেন।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে রেকর্ড ৫ হাজার ৬০০ জন মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে।

যদিও ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়ে বলেছেন, ‘আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা দুর্দান্ত করছি।’ তারপরও প্রায় প্রতিটি রাজ্যেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, খবর এপি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখের ঘরে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৬৬ হাজার ১২৭ জন। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৩ হাজার ৪৮ জনে।

পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৩০ হাজার ৬৯৫ ব্যক্তি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১