আপডেট : ২৫ October ২০২০
দাগনভূঞায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কোহিনুর আক্তার (৩৫) নামের নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আজিজ ফাজিলপুর গ্রামের চৌধুরী বাড়ির জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, ওই দিন মটরসাইকেলে করে স্বামী মোঃ ফারুক ও স্ত্রী কোহিনুর নোয়াখালী সদর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিল পুর গ্রামের চৌধুরী বাড়ির দরজায় এসে পৌঁছালে রাস্তার ভাঙনের কারনে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে স্ত্রী কোহিনুর। এসময় পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান ওই নারী। নিহত কোহিনুর নোয়াখালী সদরের পশ্চিম চর কুরিয়া গ্রামের মান্নান নগর এলাকার বাসিন্দা। পরে খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাককে জব্দ করে লাশ থানায় নিয়ে যায়। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১