আপডেট : ২১ October ২০২০
টাঙ্গাইলের সখীপুরে অপহরণের চারদিন পর এক স্কুলছাত্রীকে (১৪) রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সোহেল রানা (২৬) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হুবদেশ গ্রামের আলাল উদ্দিনের ছেলে। সোহেলের সহযোগী সুজন মিয়া (২৩) একই উপজেলার হারিনাতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। প্রধান আসামি সোহেল রানা মামলার বাদীর ব্যক্তিগত গাড়ি চালক। সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, মেয়েটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৫ অক্টোবর সকালে মেয়েটি বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাদের গাড়ির চালক সোহেল রানা শিক্ষকের বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে গাড়িতে তুলে জোরপূর্বক রাজধানী ঢাকার একটি ফ্লাটে নিয়ে যায়। চারদিন ধরে ওই ছাত্রীকে সেখানে আটকে রেখে জোপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে গাড়ি চালক সোহেল রানার বিরুদ্ধে। সোমবার অপহৃতের মা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করলে ওই রাতেই পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে। একইসঙ্গে ওই দুই যুবককে গ্রেপ্তার করে। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, মঙ্গলবার মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১