বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০২০

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন


অনিয়মের অভিযোগ এনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট বর্জনের করেছেন স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নের টারুর মোড় নামক এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন খন্দকার অভিযোগ করে বলেন, নির্বাচনে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া এবং কর্মী সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, গড্ডিমারীর কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু ব্ক্কর সিদ্দিক শ্যামলের (নৌকা) লোকজন প্রশাসনের সহযোগিতায় কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে বাক্স ভরেছে। ইউনিয়নের গড্ডিমারী হাট খোলা, মাস্টারপাড়া, ও গড্ডিমারী মেডিক্যাল মোড়ের তিনটি ভোট কেন্দ্রে আমার এজেন্টদের বুথ থেকে জোর বের করে দেওয়া হয়েছে এবং ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে নেওয়া হয়েছে। তাই আমি প্রহসনের এ নির্বাচন আমি বর্জন করলাম। ফল প্রকাশ না করার জন্য জেলা প্রশাসক, জেলা রির্টানিং কর্মকর্তা, উপজেলা রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানাবেন বলেও তিনি জানান ।

তিনি আরও বলেন, নির্বাচনে যে কেন্দ্র দখল ও আমাদের ওপর হামলা হবে তা আমি আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে আসছিলাম এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করে আসছিলাম। কিন্তু আমার আবেদনের পরেও প্রশাসনের সামনে কেন্দ্র দখল করে শ্যামলের ভাড়া করা বাহিনী।

গড্ডিমারী ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- স্বতন্ত্রপ্রার্থী আক্তার হোসেন খন্দকার (মোটরসাইকেল), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিত শ্যামল (নৌকা), জাপা মনোনীত প্রার্থী আনোয়ার (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম (ধানের শীষ)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১