বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০২০

আখাউড়া স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে


শারদীয় দুর্গোৎসব, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের দ্বিতীয়বৃহৎ রপ্তানিমুখি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর টানা ৭ দিন বন্ধ থাকবে। অন্যদিকে পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিলে সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সাপ্তাহিক ছুটিসহ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ দিন ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২দিনসহ মোট ৭ দিন কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৫ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ৩ দিন এ বন্দরের কার্যক্রম চালু থাকবে। পরে ৩০ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলে ও লক্ষ্মীপূজা উপলক্ষে পর দিন ৩১ অক্টোবর (শনিবার) আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকবে। আগামী ১লা নভেম্বর সকাল থেকে এ বন্দরের যাবতীয় কার্যক্রম চালু হবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে এ বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলে ও করোনা পরিস্থিতির কারণে দুদেশে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানায়, পূজা উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিলে ও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১