বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০২০

পাঁচবিবিতে চোরাই মোবাইল চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


জয়পুরহাটের পাঁচবিবি শহরের কাদেরিয়াপাড়া কবরস্থান এলাকা থেকে গতকাল মঙ্গলবার চোরাই মোবাইল ফোন চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্মার্ট মোবাইল ফোন, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- চকিদার পাড়ার আবুল কালামের ছেলে তুহিন ইসলাম(২০), পশ্চিম বালিঘাটার আবুল হাসানের ছেলে রানু হোসেন(৩৩), ঢাকাইয়া পট্রির গিরেন রায়ের ছেলে জনি রায় (২০) এবং হরিপুর গ্রামের হামিদ শেখের ছেলে রনি শেখ (২৪)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোন চুরি করে আসছিল। কবরস্থান এলাকায় চোরাই মোবাইল ফোন চক্রের সদস্যরা বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি চোরাই স্মার্ট মোবাইল ফোন, ১টি ল্যাপটপসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১