আপডেট : ০৭ October ২০২০
‘বঙ্গবন্ধুর বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে সারাদেশে চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে কালেরকন্ঠ শুভসংঘ। কালেরকন্ঠ শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজনে সকালে সরকারী শ্রমিক কলেজের সামনে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে নারী নির্যাতন, ধর্ষণ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন-কালেরকন্ঠ শুভসংঘ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক ভাওয়াল আশরাফুল, কালীগঞ্জ শাখার সভাপতি এম.আই. লিকন, সা.সম্পাদক নাইম হাসান, দপ্তর সম্পাদক রানা সরকার, উপদেষ্ঠা ওয়াসিম মোল্লা প্রমুখ। এ সময় কালেরকন্ঠ শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য সদস্য ও কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, সাম্প্রতিক সময়ে সমগ্র দেশেই নারী নির্যাতন ও ধর্ষণের ভয়াবহতা তীব্র আকার ধারন করেছে। শিশু থেকে বৃদ্ধা কেউই নিরাপদ নয় ধর্ষকদের হাত থেকে। তাই ধর্ষণ মুক্ত সমাজ বিনির্মানে নৈতিক মূল্যবোধ বৃদ্ধি ও ধর্ষকের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১