আপডেট : ২৯ September ২০২০
টাঙ্গাইলের সখীপুরে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সখীপুর প্রেসক্লাব সভাকক্ষে বইটির প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বইটির নাম ‘এই সখীপুর, এর উন্নয়ন ভাবনা’। বইয়ের লেখক অবসরপ্রাপ্ত প্রকৌশলী আমিনুল ইসলাম বাবুল বলেন, ‘নিজের চোখে আমাদের এ সখীপুরকে যেমন দেখেছি, এর উন্নয়নে যাঁদের বিশেষ অবদান রয়েছে এবং এর ভবিষ্যত উন্নয়ন ভাবনা নিয়েই বইটি রচিত হয়েছে।’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপজলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এমও গণি, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ বক্তব্য দেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফজলুল হক বাপপা, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ ইকবাল জাহাঙ্গীর, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংবাদিক ও প্রভাষক মোজাম্মেল হক সজল, মহিলা কাউন্সিলর আরজিনা আক্তারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১