বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০২০

পাবনা-৪ আসনে ফের উপনির্বাচন চান বিএনপি প্রার্থী


অনিয়ম ও কারচুপির অভিযোগে পাবনা-৪ আসনে ফের উপনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপাসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সাহাপুর এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, নির্বাচনের আশায় বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। কিন্তু কোথাও নির্বাচন হচ্ছে বলে মনে হচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, অনেক জায়গায় ভোটাররা ভোট দিতে পারছেন না। বিএনপির’র নেতা-কর্মীর নামে অহেতুক মামলা করা হয়েছে। যেহেতু নির্বাচন হচ্ছে না সেহেতু ফের উপনির্বাচনের দাবি করেন তিনি।

উল্লেখ্য যে, চলতি বছরের ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।

পাবনা-৪ আসনে দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজা ৬৯৭ জন আর নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৪১৫ জন। এসব ভোট কেন্দ্রে ২ হাজার ৩০১ জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১