বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০২০

ফের লাইনচ্যুত ট্রেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ বন্ধ


মাত্র একদিনের ব্যবধানে আবারও লাইনচ্যুত হয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন।

আজ শনিবার সকাল পৌনে ১১টায় শহরের কেন্দ্রীয় রেলস্টেশনের অদূরে উকিলপাড়া এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেনটি উদ্ধার করবে। অনেক সময়ের ব্যাপার। এতে সারাদিন, এমনকি রাতও লাগতে পারে।

এর আগে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেনের কয়েকটি বগি বৃহস্পতিবার বেলা ১টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে দুই নম্বর রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর রাত ২টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১