বাংলাদেশের খবর

আপডেট : ২২ September ২০২০

মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা


নওগাঁর মহাদেবপুরে সুরাইয়া খাতুন (১৬) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে উপজেলার গোফানগর গ্রামের আবু তালেবের কন্যা সুরাইয়া খাতুন নিজ ঘরের তীরের সাথে ওরনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মহাদেবপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে গত সোমবার রাতে মহাদেবপুর থানায় নিয়ে আসেন।

আজ মঙ্গলবার সকালে সুরাইয়া খাতুনের লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্মহত্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়না তদন্তে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

উল্লেখ্য, সুরাইয়া খাতুন উপজেলার মহিষবাথান উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসটিস পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং রাজশাহী সরকারী মহিলা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১