বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০২০

ফের বাড়ল স্বর্ণের দাম


চলমান করোনা মহামারীর মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এতে ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়ানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। আজ শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১