বাংলাদেশের খবর

আপডেট : ১৫ September ২০২০

অভিবাসী শ্রমিকদের করোনা ঠেকাতে মরিয়া সিঙ্গাপুর


সিঙ্গাপুরে ডরমিটরিতে থাকা অভিবাসী শ্রমিকদের করোনাভাইরাস ঠেকাতে মাঠে নেমেছে দেশটির কর্তৃপক্ষ। বিশ্বের অন্যান্য দেশের মতো দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ায় কার্যত করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের অবকাঠামো ও জাহাজ নির্মাণ খাতে কাজ করছেন ৩ লাখেরও বেশি শ্রমিক। তাদের ডরমিটরিতে একই কক্ষে গাদাগাদি করে থাকতে হয় অনেককে। সিঙ্গাপুরে ৫৭ হাজারেরও বেশি করোনা আক্রান্ত। এর মধ্যে ৯৫ শতাংশই অভিবাসী শ্রমিক অথবা এসব ডরমিটরির বাসিন্দা।

করোনার প্রকোপ দেখা দিলে দেশটির কর্তৃপক্ষ এসব ডরমিটরিগুলো সিল করে দেয়। সেখানে ব্যাপকভিত্তিকভাবে পরীক্ষা চালানো হয়।

সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ লিয়ঙ্গ হো ন্যাম বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে। অর্থনীতিও চালু রাখতে হবে।

গত মাসে সরকারিভাবে দেশকে করোনামুক্ত ঘোষণার পর এখনো এসব ডরমিটরিতে প্রতিদিন গড়ে ৪৫ জনের করোনা শনাক্ত হচ্ছে। আর এসব ডরমিটরির বাইরে দিনে গড়ে দুজনের করোনা শনাক্ত হচ্ছে।

তবে এসব ডরমিটরি একেবারে বন্ধ করে দেওয়ার বদলে ভিন্ন পথে হাঁটছে কর্তৃপক্ষ। দফায় দফায় পরীক্ষার পরই কর্মীদের কাজে যেতে দেওয়া হচ্ছে। সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার ওপর ব্যাপক জোর দেওয়া হচ্ছে। নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শনাক্ত হওয়ার ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তিদের দ্রুত আইসোলেশনে নেওয়া হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১