আপডেট : ১৩ September ২০২০
নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য সহনীয় রাখতে রোববার দুপুর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) উদ্যোগে বগুড়ায় পেয়াঁজ ও তেল সহ অন্যান্য খাদ্যপণ্য ন্যায্যমুল্যে বিক্রি শুরু হয়েছে। জেলা শহর ও উপজেলা পর্যায়ে টিসিবির এই ‘ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম’র প্রথম দিনেই সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা গেছে। জেলার ৭টি ভ্রাম্যমান পয়েন্টে টিসিবি নির্ধারিত ডিলারদের মাধ্যমে এই পণ্য বিক্রয় করছে। শহরের সার্কিট হাউসের সামনের সড়ক টিসিবি’র পণ্য বিক্রির ভ্রাম্যমাণ অন্যতম সেলিং পয়েন্ট। ট্রাক থেকে পেয়াঁজ সহ অন্যান্য পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাকের সামনে পণ্য নেয়ার জন্য লাইনে দাঁড়ানো কয়েকজন জানালেন, বাজারের চেয়ে দাম সাশ্রয় হওয়ায় তারা টিসিবি’র পেয়াঁজ ও তেলসহ অন্যান্য খাদ্যপণ্য কিনতে এসেছেন। বাজারে এসব পণ্যের দাম চড়া। লাইনে দাঁড়ানো লোকজনের মধ্যে পেয়াঁজ নিতে আসা লোকজনের সংখ্যা তুলনামুলক বেশি। দুপুর থেকে পণ্য বিক্রি শুরু কিছু সময়ের মধ্যেই বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ টিসিবির পন্য নেয়ার জন্য ভিড় করেন। টিসিবি বগুড়া অফিসের সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন জানালেন, শহরের সার্কিট হাউস রোড, মাটিডালি ও ঠেঙ্গামারা এবং উপজেলা পর্যায়ে শিবগঞ্জ, আদমদিঘী, সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাকে তেল, চিনি, পেয়াঁজ ও মশুরের ডাল বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে দেয়া হচ্ছে ২ হাজার ১০০০ কেজি পণ্য। তবে প্রয়োজনে এর পরিমাণ বাড়তে পারে। আগামী ১ অক্টোবর পর্যন্ত ট্রাকে এসব পণ্য বিক্রি কার্যক্রম চলবে। এ ব্যাপারে বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানিয়েছেন,বগুড়ার ৭টি পয়েন্টে টিসিবি কার্যক্রম শুরু করলেও প্রয়োজন হলে তা বাড়নোর চিন্তাভাবনা করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১