বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০২০

ভালুকায় প্রান্তীক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ


ময়মনসিংহের ভালুকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কমলা উন্নয়ন কেন্দ্রের হল রুমে ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বিজ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা ছাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নার্গিস আক্তার,অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.কামরুল হাসান, কৃষক প্রতিনিধি আফতাব উদ্দিন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক আফতাব মাহাবুব, উপজেলা উলামালীগ সাধারন সম্পাদক মাও.মো.মতিউর রহমান, এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি অফিসারসহ বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ।

পরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু জন প্রতি ৫ কেজি মাসকলাই বীজ, ডিএপি-১০কেজি, এমওপি-৫কেজি সার বিনামুল্যে কৃষকদের মাঝে বিতরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১