বাংলাদেশের খবর

আপডেট : ০৯ September ২০২০

মুন্সীগঞ্জে জব্দকৃত ৬৩৪ বস্তা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


মুন্সীগঞ্জে ৪৭ মামলার জব্দকৃত ৬৩৪ বস্তা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রোববার সদরের মিরকাদিম পৌরসভার ধলেশ্বরী নদীর তীর সংলগ্ন নৌ-পুলিশ লাইন্স মাঠে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ ও নৌ-পুলিশের অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। দীর্ঘদিন মুন্সীগঞ্জ সদর জুডিশিয়াল আদালত-১’এ মামলা চালানোর পরে, আদালত জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করার আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, নৌ-পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) খন্দকার ফরিদ হোসেন, নারায়নগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, সহকারী নৌ-পুলিশ সুপার আনিস উজ্জামান, জেলা মৎস কর্মকর্তা সুনীল মন্ডল, মুক্তারপুর নৌ-পুলিশ ইনচার্জ মো. কবির হোসেন খাঁন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১