আপডেট : ২৮ August ২০২০
রাজধানীর উত্তরখান রাজাবাড়ি খ্রিষ্টান পাড়ায় কিশোর গ্যাং এর হাতে কলেজ ছাত্র সোহাগ (১৬) খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ উত্তরখান ৪৬নং ওয়ার্ডের ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলো। নিহতের বড় মো. সোলাইমান জানান বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উত্তরখান রাজাবাড়ি খ্রিষ্টান পাড়া এলাকায় এক রিক্সাওয়ালাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা গালিগালাজ করার সময় মো. সোহাগ প্রতিবাদ করে। এতে কিশোর গ্যাং এর সদস্য ক্ষুব্ধ হয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে উত্তরা নর্দান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই বাদী হয়ে উওরখান থানায় কিশোর গ্যাংয়ের প্রধান হৃদয়কে প্রধান আসামী করে আরোও ৭জনের বিরুদ্ধে থানায় মামলার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে উওরখান থানার ওসি হেলাল উদ্দিন বলেন আমারা কিশোর গ্যাং দের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। আসামিদের গ্রেপ্তারে আপ্রাণ চেষ্টা করছি। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ পোস্টমার্টম শেষে শুক্রবার দুপুর ৪টার দিকে উত্তরখানে লাশ নিয়ে আসা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১