আপডেট : ২৪ August ২০২০
চট্টগ্রামে চান্দগাঁও থানার পুরাতন চান্দগা্ঁও থানা এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-নিহত দুইজন হলো- গুলনাহার বেগম (৩৪) ও তার ছেলে মো. রিফাত (১১)। পুলিশ জানিয়েছে, গলায় আঘাত করে মা ছেলেকে খুন করা হয়েছে বলে পুলিশ জানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরাতন চান্দগাও থানার কাছে রমজান আলীর বাড়ীতে মা ও ছেলে খুন হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১