বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০২০

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল একই পরিবারের ২ শিশুর


কক্সবাজারের চকরিয়ায় বাড়ি পাশে খেলতে গিয়ে ডোবাতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী রওশন আলী সিকদার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল ওই এলাকার নুরুল আমিনের ছেলে ইমাম হোসেন (৬) তার অপর ভাই মোঃ মানিকের ছেলে আব্দুর (৮)।

স্থানীয় ও স্বজনরা জানান, সোমবার সকালের দিকে দুই শিশু খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর পর্যন্ত তারা বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে রেললাইনের মাটি উত্তোলনে গর্ত সৃষ্টি হওয়া ডোবাতে ওই দুই শিশিুকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা স্বজনদের খবর দিয়ে মৃত দুই শিশুকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ দিনে বিকাল ৫ টায় জানাযা শেষে দুই শিশুকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১