আপডেট : ২৪ August ২০২০
গোপালগঞ্জের মুকসুদপুরে মীম আকতার নামে ৭ম শ্রেনীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মুকসুদপুরের মওলানা আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই কিশোরী জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মিলন মুন্সীর প্রথম পক্ষের মেয়ে। গতকাল রোববার(২৩ আগষ্ট) সকাল ১০ টার দিকে নিজ ঘরের আড়ায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মামা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের আরমান শেখ জানান, ৪ বছর আগে মীম আকতারের মা মারা যান। এরপর তার পিতা মিলন মুন্সী পুনরায় বিয়ে করেন। গতকাল (২৩ আগষ্ট) তিনি খবর পান মীম ঘরের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখন তিনি ওই বাড়ীতে আসেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মোহাম্মদ যুবায়ের জানান, ওই ছাত্রী সৎমার সংসারে থাকতো। খবর পেয়ে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করি। আজ সোমবার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে ওই কিশোরী আত্মহত্যা করেছে না কি তাকে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই কিশোরীর ময়না তদন্ত সম্পন্ন হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১