বাংলাদেশের খবর

আপডেট : ১৮ August ২০২০

ভারী বর্ষণে কিছু নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধির আশঙ্কা


দেশের দক্ষিণের পার্বত্য এলাকা এবং দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ফলে এসব অঞ্চলের নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চল এবং দক্ষিণ মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এসব অঞ্চলে দু’তিনদিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ নদী সমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদনদী সমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদনদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ৫৩ টির, বিপদসীমার ওপরে নদ নদীর সংখ্যা ৫ টি, হ্রাস পেয়েছে ৪৫ টির এবং বিপদসীমার ওপরে ষ্টেশনের সংখ্যা ৫ টি। অপরিবর্তিত রয়েছে ৩টির।

গত ২৪ ঘন্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, কক্সবাজারে ১২৫ মিলিমিটার, বরগুনায় ১০৮ মিলিমিটার, নোয়াখালী ৭৭ মিলিমিটার, টেকনাফ ৭৭ মিলিমিটার, মহেশখোলা ৬০ মিলিমিটার এবং নারায়ণহাটে ৫৭ মিলিমিটার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১