বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২০

চট্টগ্রামে মিনি বাস উল্টে নিহত ১


চট্টগ্রামের বোয়ালখালীতে মিনি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী।

আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আবুল মজিদের ছেলে। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীতে তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন থাকতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

তিনি বলেন, মিনি বাসটি গার্মেন্টস শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্য যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে যায়। এতে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১