আপডেট : ২৬ July ২০২০
চট্টগ্রামের পাহাড়তলী থানার ঈদগাঁ পশ্চিম নাসিরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত দুইটি পিকআপ জব্দ করা হয়। শনিবার সন্ধ্যার দিকে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ নাছির উদ্দিন প্রকাশ রনি (৩২), মোঃ জহির উদ্দিন (৪৫) মোঃ নুরুজ্জামান (২২) পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণা পূর্বক গাড়ির কাগজপত্র সংগ্রহ করে জালিয়াতির মাধ্যমে গাড়ির নম্বর প্লেট, ইঞ্জিন ও চ্যাসিস নং খোদাই করে অসৎ উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করাকালে ২টি পিকআপ ও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১