আপডেট : ২১ July ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ১৪টি ফেরির মধ্যে ৯টি ফেরি বন্ধ রাখা হয়েছে। ঈদকে সামনে রেখে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আজ মঙ্গলবার ছোটো-বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই ঘাট এলাকায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এ নৌ-রুটে যাত্রীদের চলাচলের জন্য ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পীডবোট চলাচল করছে। বিআইডব্লিউটিসি মাওয়া সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান জানান, নদীতে প্রবল স্রোত ও ময়লা আবর্জনা ভেসে আসায় ফেরি চলাচল ব্যহত হয়। শক্তিশালি ৫ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় সাড়ে ৪ শতাধিক যানবাহন রয়েছে। ১৪ টি ফেরির মধ্যে ডাম্প ফেরি ৫টি, কে টাইপ ৩ টি ও রো রো একটি বন্ধ রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১