বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২০

করোনা টিকার চূড়ান্ত পরীক্ষা সবার আগে শেষ করতে পারে রাশিয়া


গামালেই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি রাশিয়ান করোনাভাইরাস টিকার চূড়ান্ত পরীক্ষাগুলো অন্যান্য দেশের তুলনায় আগে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন একজন বিশেষজ্ঞ।

রাশিয়ার সরাসরি বিনিয়োগ তহবিলের প্রধান ক্যারিল দিমিত্রিভ বলেন, ‘আমরা বিশ্বাস করি যে রাশিয়া সম্ভবত অন্যান্য দেশের চেয়ে দ্রুত করোনাভাইরাস টিকার তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষাটি সম্পন্ন করবে।’

আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই এ টিকা অনুমোদন পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে, ক্লিনিক্যাল ট্রায়ালও শেষ করে গামালেই ইনস্টিটিউট ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি কোভিড-১৯ টিকা। এ টিকাটি মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ বলেও জানান গবেষকরা।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস‘র এক প্রতিবেদনে বলা হয়, করোনা টিকার দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে সেচেনাভ ইউনিভার্সিটি। তবে যেসব স্বেচ্ছাসেবকের ওপর এ টিকা প্রয়োগ করা হয়েছে তারা এখনও ছাড়পত্র পাননি। ছাড়পত্র দেয়ার পর তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১