আপডেট : ১২ July ২০২০
করোনাভাইরাস আক্রান্ত হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে গুজব ছড়িয়েছে বেশ কয়েকবার। মাশরাফি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন এমন একটি পোস্ট শনিবার ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েকটি অনলাইন পোর্টালেও এমন সংবাদ প্রকাশ করা হয়। তবে এসব সংবাদ বিশ্বাস না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন মাশরাফি। শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ অনুরোধ জানান তিনি। বিবার সপরিবারে করোনা পরীক্ষা করার পর তিনি নিজেই এ পরীক্ষার ফলাফল সবাইকে জানাবেন বলেও ওই পোস্টে উল্লেখ করেছেন মাশরাফি। এসময় সবার কাছে দোয়া কামনা করেছেন দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় এ ক্রিকেটার। এর আগে গত ৩০ জুন দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফি এবং সে পরীক্ষার ফলফল আবারও পজেটিভ আসে। গত ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করার পর পরের দিন বিকালে মাশরাফির করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। এরপর থেকে ঢাকার নিজ বাসায় থেকেই
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১