আপডেট : ০২ July ২০২০
টাঙ্গাইলের সখীপুরে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ বুথ স্থাপন করলেন বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করা হয়। করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ রোধে বুথটি স্থাপনে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা সহযোগিতা করেছেন বলে প্রকৌশলী আতাউল মাহমুদ জানান। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর আলম, ইঞ্জিনিয়ার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান, কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবি শাহ আলম সানি, ছাত্রনেতা আহমেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও ডাক্তার সংক্রমিত হচ্ছেন। আমরা যদি হেলথ ওয়ার্কার প্রটেকশন দিতে না পারি, তাহলে স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়বে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ অচিরেই আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১