বাংলাদেশের খবর

আপডেট : ২৮ June ২০২০

জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি


যমুনা নদীর পানি বাড়তে থাকায় জেলায় বন্যা পরিস্থিরি আরও অবনতি হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সকাল ৯ টা পর্যন্ত গত ২১ ঘন্টায় যমুনা নদীর পানিস্তর ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। অন্যদিকে বাহাদুরাবাদ ঘাট ৫২ সেন্টিমিটার উপরে উঠে বিপদসীমা অতিক্রম করেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানায়,ইসলামপুর উপজেলার ৬ টি ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ উপজেলার ২ টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

কৃষি বিভাগের সম্প্রসারণ সূত্রে জানা গেছে, জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলায় বিপুল সংখ্যক স্থাযী ফসল বন্যার পানিতে ডুবে গেছে। এতে ১৩০ হেক্টর আউশ ধান, টি-আমান বীজতলা ১ ১৭ হেক্টর, ১৫৭৫ হেক্টর পাট, ১৭৮ হেক্টর উপর শাকসবজি, ৬ হেক্টরের বেশি তিল এবং ২ হেক্টর উপর চিনাবাদাম ডুবে গেছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,সুলতানা রাজিয়া জানান,করোনার ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা বজায় রেখে তিনটি আশ্রয় কেন্দ্রে বন্যাকবলিত ১৫০ পরিবার আশ্রয় নিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানায়, বন্যার সময় ত্রাণ কার্যক্রমের জন্য সরকার থেকে জেলার সাতটি উপজেলায় ৩৪৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১