আপডেট : ২৬ June ২০২০
টাঙ্গাইলের সখীপুর থানার একজন কনস্টেবল করোনাভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সখীপুরে দুইজন পুলিশ সদস্য কভিড-১৯ আক্রান্ত হলেন। আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, গত ১৫ জুন পুলিশের ওই সদস্য ছুটি শেষ করে বাড়ি থেকে কর্মস্থল সখীপুরে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। ১৬ জুন করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। আজ শুক্রবার সকালে জানতে পারি তার করোনা পজিটিভ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান জানান, বর্তমানে ওই পুলিশ কনস্টেবলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনিও অনেকটা সুস্থ ও স্বাভাবিক আছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১