বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০২০

মুকসুদপুরের ইউপি চেয়ারম্যান অখিল বৈরাগী মারা গেছেন


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান ও জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল চন্দ্র বৈরাগীর মৃত্যুবরণ করেছেন। ৱ

রোববার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

চেয়ারম্যানের মৃত্যুতে গোপালগঞ্জ-১ আসনের সাংসদ মুহাম্মদ ফারুক খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সোমবার দুপুরে জলিরপাড়ে চেয়ারম্যানের নিজবাড়িতে লাশ দাহ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১