আপডেট : ১২ June ২০২০
টাঙ্গাইলের সখীপুরে করোনাকালীন সময়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার বাঘেরবাড়ী কাকড়াজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে গণস্বাক্ষরিত একটি আবেদনপত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রেসক্লাব বরাবর পাঠায় স্থানীয়রা। আবেদনে উল্লেখ করা হয়েছে, ওই প্রতিষ্ঠানের সভাপতি এসএম আব্দুস সালাম উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের ভুল বুঝিয়ে পূর্বের তারিখের রেজুলেশন খাতায় স্বাক্ষর নেন। তিনি আবেদনকৃত ৭ জন প্রার্থীর মধ্যে তার আত্মীয় শোয়েব আল মামুনের কাছ থেকে ১০ লাখ টাকা উৎকোচ নিয়ে তড়িঘরি করে এ নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য্য করেছেন বলে অভিযোগ করা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৩ জুন ওই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে করোনাকালীন সময়ে এলাকাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে এবং যোগ্য প্রার্থীকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের স্বার্থে উক্ত তারিখে ওই নিয়োগ পরীক্ষা স্থগিত চায় এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে আবেদনকারী রফিকুল ইসলাম জানান, করোনাভাইরাসে সারাদেশ যখন আতঙ্কগ্রস্থ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মুহূর্তে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার দিন স্থানীয় এবং বাইরের লোকজন ভিড় করবেন। এতে স্থানীয় জনসাধারণ ব্যাপক করোনা ঝুঁকিতে পড়বেন। এছাড়াও ওই আবেদনে এলাকার একাধিক প্রার্থী থাকায় নিয়োগকালীন সময় সংঘষের সম্ভাবনা এড়াতেই এ নিয়োগ পরীক্ষা স্থগিত জরুরী বলে মনে করেন এলাকাবাসী। এ ব্যাপারে বাঘেরবাড়ী কাকড়াজান উচ্চ বিদ্যালয়ের সভাপতি এসএম আব্দুস সালাম তার বিরুদ্ধে আনিত প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এ নিয়োগ পরীক্ষার তারিখ নিয়োগ বোর্ডের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। আবার পরিবর্তন হলে তাদের মতামতেই পরিবর্তন হবে এতে আমার কোন আপত্তি নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত লিখিত আবেদনের অনুলিপি হাতে পেয়েছেন স্বীকার করে ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থের পক্ষে মতামত দেন। লিখিত অভিযোগ হাতে পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, লিখিত অভিযোগের সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, এলাকাবাসীর দাবির পক্ষে আমার অবস্থান। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এ নিয়োগ পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১