আপডেট : ১২ June ২০২০
নরসিংদীতে নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪৫ জন। আর মারা গেছে ১৫ জন। শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছে। সিভির সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১৪৩ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে রবিবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে সেসব নমুনার মধ্যে নতুন আরও ৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৫৫ জনের মধ্যে ৩৮ জন নরসিংদী সদর উপজেলার, ১৬ জন রায়পুরা উপজেলার ও রায়পুরা উপজেলার ১ জন। এদের মধ্যে গত শুক্রবার দুপুরে রায়পুরা উপজেরার আদিয়াদ গ্রামের নুরুল ইসলাম (৫৫) করোনা উপসর্গ নিয়ে মারা যায়। উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার রাতের ফলাফলে তার পজেটিভ এসেছে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, শুক্রবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৫২৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৬০৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৪৫ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৬৫৩ জন, রায়পুরাতে ৬৪ জন, শিবপুরে ৬৬ জন, বেলাবোতে ৫৪ জন, পলাশে ৮০ জন ও মনোহরদীতে ২৮ জন । এদের মধ্যে সুস্থ হয়েছে ৩২১ জন,আক্রান্ত ৪২ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৫৬৭ জন আইসোলেশনে আছেন বাড়িতে। আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৯ জন, পলাশে ০১ জন, রায়পুরায় ২ জন, মনোহরদী ১ জন ও বেলাব উপজেলায় ০২ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১