বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০২০

দক্ষিণ আফ্রিকায় দাগনভূঞার যুবক খুন


দক্ষিণ আফ্রিকায় অপহরণের পর বাংলাদেশি এক ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গত বুধবার রাতে দেশটির প্রিটোরিয়া শহরে একটি পুকুর থেকে ব্যবসায়ী আবুল বাসার লাভলুর (৩৫) লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় স্থানীয় পুলিশ।

নিহতের পরিবার জানায়, ফেনীর দাগনভূঞা পৌরসভার উত্তর চাঁদপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে লাভলু ৮-১০ বছর আগে ভিটেমাটি বিক্রি করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। ১০ দিন আগে প্রিটোরিয়া শহরে তার দোকান থেকে অপহৃত হন লাভলু। বুধবার তার লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহতের দক্ষিণ আফ্রিকা প্রবাসী শ্যালক শাওন মুঠোফোনে পরিবারকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১