আপডেট : ০৬ June ২০২০
গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার উপজেলার তেতুলিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই যুবকের নাম আব্দুল ওহাব মিয়া (৩৫)। সে কালিয়াকৈর উপজেলা তেতুলিয়া চালা এলাকার মৃত কালু মিয়া ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার ভোর রাতে ওই যুবকের বাড়ির সামনে বাগানের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আব্দুল ওহাবের মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১