আপডেট : ০৬ June ২০২০
নেত্রকোনার কলমাকান্দায় মা'র সাথে গোসলে গিয়ে উব্দাখালী নদীতে ডুবে ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রঘুরামপুর নামক স্থানে উব্দাখালী নদীতে এ শিশুর মৃত্যু ঘটনা ঘটে। নিহত আতুল ওই গ্রামের মো. তৌহিদ মিয়ার পুত্র। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সদর ইউনিয়নের রঘুরামপুর নামক স্থানে মো. তৌহিদ মিয়ার চার বছর বয়সী শিশু ছেলে আতুল মিয়া বাড়ির পাশের উব্দাখালী নদীতে তার মা'র সাথে গোসল করতে গিয়ে অগোচরে নদীতে ডুবে নিখোঁজ হয় সে। পরে অনেক খোঁজাখুঁজি পর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী মৌরি মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কথা হলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আশেক উল্লাহ খান ওই শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১