বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০২০

পাকিস্তানে বিমান দুর্ঘটনায় ৯৭ জন নিহত, ২ জন জীবিত উদ্ধার


পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী করাচিতে শুক্রবারের বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ২ জনকে ।

স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি নগরীর বিমান বন্দরে অবতরণের জন্য বারবার চেষ্টা করে এবং পরে পার্শবর্তী আবাসিক এলাকার ওপর ভেঙ্গে পড়ে। এতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়, অনেক রাত অবধি উদ্ধার অভিযান চলে।

সিন্ধুর স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, দুর্ঘটনাস্থল থেকে সকল যাত্রী ও ক্রুদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে ১৯ জনের মৃতদেহ শনাক্ত হয়েছে।
স্থানীয় একটি হাসপাতাল এর আগে জানায়,তারা বিধ্বস্ত এলাকা থেকে অনেকগুলো লাশ পেয়েছে। শনিবার সকালেও এলাকাটি ঘিরে রাখা ছিল। আকাশে ছড়ানো ধোঁয়ার মধ্যেই উদ্ধারকর্মী ও স্থানীয়রা ধ্বংস্তুপে অনুসন্ধান চালায় এবং দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে।

পিআইএ বলেছে, বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিলো, এটি অবতরণের ঠিক আগে বিকাল ২টা ৩০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

পবিত্র রমজান শেষে ঈদুল ফিতরের উৎসবের আগে লোকরা নিজের এলাকায় ফেরার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১