আপডেট : ১৭ May ২০২০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের নতুন হটস্পট ব্রাজিলে শনিবার একদিনে প্রাণ গেছে ৮১৬ জনের। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ হাজার ৯১৯ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ল্যাটিন আমেরিকার দেশটিতে করোনায় মৃত্যু ও আক্রান্ত আগেরদিন শুক্রবারের তুলনায় কিছুটা কমেছে। শুক্রবার একদিনে ৮২৪ জনের মৃত্যু এবং নতুন করে ১৫ হাজার ৩০৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে কোভিড-১৯ ভাইরাসে দেমটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৩৩ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৬৬২। আর সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৬৭২ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১