বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২০

সেনবাগে ব্যাংক কর্মকার্তা করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন


নোয়াখালীর সেনবাগে আবু নাছের নামের আরও এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামে। সে ওই গ্রামের পাঁচানী বাড়ির মোঃ রফিক উল্লাহ ছেলে।আবু নাছের বেগমগঞ্জের চৌমুহনীর পূর্বালী ব্যাংক গোলাবাড়িয়া শাখায় ক্যাশিয়ারের দায়ীত্বে ছিলেন।

গত ১০ মে অসুস্থ হয়ে ফেনীতে ডাক্তার আইয়ুব আলীর চেম্বার চিকিৎসা নেন তিনি। সেখান থেকে ফেনীতে করোনার পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করেন। এরপর শনিবার (১৬ মে) রাতে ফেনীতে তার করোনার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান ও থানার ওসি আবদুল বাতেন মৃধার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই বাড়িতে গিয়ে লাল পতাকা উড়িয়ে দেয় এবং বাঁশ দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়ে পুরো বাড়ি লকডাউন ঘোষণা করেন।

এর আগে, গত ১০ মে সেনবাগে ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের সফিউর রহমান (৫৬) নামের জনতা ব্যাংক এক স্টাফ গার্ডের শরীরে করোনা শনাক্ত হয়। 

সেনবাগে মোট ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আলী আক্কাস নামে একজন মারা গেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১