বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২০

শিমুলিয়ায় ঘরমুখো যাত্রীদের স্রোত


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ঘরে ফেরা যাত্রীদের স্রোত নেমেছে। রোববার সকালে দক্ষিনবঙ্গের এ নৌরুটের শিমুলিয়াঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে নৌরুটে ১৪ টি ফেরীতে যাত্রী ও যানবাহন পারাপার করছে। অথচ কয়েকদিন আগেও মাত্র ৪ থেকে ৫ টি ফেরীতে নৌরুট সচল ছিল। সকাল ৯ টার দিকে ২ শতাধিক যনাবাহন পারাপারের অপেক্ষায় থাকে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, সকালের দিকে যাত্রী চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ কিছুটা হলেও কমেছে বলে দাবী করেছেন বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকাল থেকেই ঢাকা ও দক্ষিণবঙ্গ উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। এরমধ্যে পণ্যবাহী ট্রাক ছাড়া রয়েছে প্রাইভেটকার, মাইক্রো, অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেল। তবে গেল দু’দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম।

হাষাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, অন্যসব দিনের তুলনায় যানবাহনের আধিক্য কমেছে। এ সব চেকপোষ্টে যানবাহন চলাচল ও যাত্রীদের সামাজিক দুরত্ব নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১