আপডেট : ১৩ May ২০২০
মানিকগঞ্জে চালু হওয়া ১০০ শয্যার কোভিড-১৯ হাসপাতালের চিকিৎসকের জন্য পিপিই প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের কাছে এসব সামগ্রী তুলে দেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম। ৫০ জন চিকিৎসকের জন্য বরাদ্দকৃত এসব সামগ্রী গ্রহণ করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম, মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: রকিবুজ্জামান উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১