আপডেট : ১০ May ২০২০
সপ্তাহ খানেকের মধ্যেই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে করোনা রোগী ভর্তি ও সেবা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে, রাজধানীর ইস্কাটনে হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য উদ্বোধন করে একথা জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলো যাতে রোগীদের কোভিড সার্টিফিকেট দেয়, সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। হলি ফ্যামিলির চিকিৎসকরা সরকারি চিকিৎসকদের মতোই প্রণোদনা ও সুবিধা পাবেন। এছাড়া বসুন্ধরার কোভিড হাসপাতালটি আগামী সপ্তাহে চালু হবে। শিগগিরই করোনা পরীক্ষার জন্য আরো ১৬টি ল্যাব ও বিভিন্ন স্থানে ৪০টি বুথ স্থাপন প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য থাকা খাওয়াসহ ও অন্য কোনও ব্যবস্থা সরকার করবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১