আপডেট : ০৮ May ২০২০
কক্সবাজার সদরে ৮ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দিনব্যাপী কক্সবাজার সদর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সুত্রে জানা যায়, বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী কক্সবাজার সদর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার সিটি কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে (২৫) ৫৫০০ পিস ইয়াবা, একটি ১৫০ মোটর সাইকেল ও এরফানুল হককে ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। কার্যালয় সুত্রে আরো জানা যায়, উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তি সাইফুল ইসলাম ও এরফানুল হককে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১