বাংলাদেশের খবর

আপডেট : ০৭ May ২০২০

দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্ত পুলিশের লাইন


বাড়তে বাড়তে দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের লাইন। যারা সামনের সারির যোদ্ধা ভূমিকা পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে সেই পুলিশ বাহিনীর ছয়জন ইতিমধ্যে মারা গেছেন।

চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কেউই বাদ যাচ্ছে না এই আক্রান্তের তালিকা থেকে।

আইনশৃঙ্খলা বাহিনীর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশী। যা মোট আক্রান্তের প্রায় ২২ শতাংশ। এজন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম না পাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

শুরু থেকেই সাধারণ মানুষকে ঘরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিতের বাইরেও ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়ার কাজটিও করছে তারা। এমনকি নিকট আত্মীয়রা মরদেহ ফেলে গেলেও দাফনের কাজও করছেন আইনশৃঙ্খলা বাহিনী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১