বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২০

করোনা ভাইরাস আতঙ্ক

এখনি খুলছে না যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মল


করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে রমজান মাসে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল হিসেবে পরিচিত যমুনা ফিউচার পার্ক এবং রাজধানীর অন্যতম আরেক শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স খোলা হবে না।

আজ বুধবার যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট) শেখ আব্দুল আলিম জানান, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে আমরা শপিংমল খুলব না।

তিনি আরও বলেন, প্রতিদিন উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সঙ্গে মৃত্যুও হচ্ছে। এ অবস্থায় আমাদের বেশিরভাগ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান না খোলার পক্ষে।
এর আগে আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১